সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ০০:০০

যাচাই-বাছাই করে সদস্য বানাতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন উৎসব কার্যক্রম শুরু হয়েছে। ১৬ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা শেষে সদস্য নবায়ন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার। উদ্বোধনের পূর্বে আবু সাহেদ সরকার বলেন, ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আওয়ামী লীগ মানেই আর্তমানবতার সেবায় পাশে থেকে কাজ করা। বঙ্গবন্ধুর আদর্শ মানেই দেশপ্রেম। বঙ্গবন্ধুর আদর্শ মানে সৎভাবে বেঁচে থাকা। বঙ্গবন্ধুর আদর্শ মানে সবার কথা ভাবা, ন্যায্য কথা বলা। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হওয়া গৌরবের। বঙ্গবন্ধুর সৈনিক হওয়া গর্বের। তিনি আরো বলেন, ‘তলাবিহীন ঝুড়ির’ অপবাদকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ এখন সারাবিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে। তাই উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদেরকে যাচাই-বাছাই করে সদস্য বানাতে হবে। মনে রাখতে হবে জামাত-বিএনপির কোনো সদস্য বা কর্মীরা যেনো এ দলে অনুপ্রবেশ করতে না পারে।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মাহফুজুল হকের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাওলানা শহীদ উল্যাহ, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, সাধারণ সম্পাদক আকবর হোসেন মনিরসহ পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ ও বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ। আলোচনা শেষে অতিথিবৃন্দ সদস্য নবায়ন ও নূতন সদস্য সংগ্রহ উৎসবের উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়