শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

বাস শ্রমিক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার ॥

বাস শ্রমিক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে চাঁদপুর বাসস্ট্যান্ডের শ্রমিকরা। জানা যায়, পুলিশ পদ্মা বাসের এক স্টাফকে আটক করে। এ ঘটনায় উত্তেজিত শ্রমিকরা তাৎক্ষণিক চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা প্রায় আধা ঘণ্টা সড়কে বাস রেখে অবরোধ করে রাখে।

সরেজমিনে জানা যায়, চাঁদপুর মডেল থানা পুলিশ পৌর বাস টার্মিনাল থেকে পদ্মা বাসের এক স্টাফকে আটক করে। শুধু আটকই নয়, আটকের পর ওই পুলিশ কর্মকর্তা শ্রমিককে বেধড়ক মারধর করে। এ অবস্থায় শ্রমিকরা ঘটনাটি প্রত্যক্ষ করে। পরে সহকর্মীকে আটক ও পুলিশের বেধড়ক মারধরের প্রতিবাদে শ্রমিকরা তাৎক্ষণিক চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার সড়কে বাসগুলো এলোপাথাড়ি রেখে অবরোধ করে রাখে।

এ ঘটনায় তাৎক্ষণিক বাস শ্রমিক, মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। অপরদিকে পুলিশ ও ট্রাফিক সার্জন ঘটনাস্থলে আসেন। এমন পরিস্থিতিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে শ্লোগানে মুখরিত করে তোলে বাসস্ট্যান্ড এলাকা। পরবর্তীতে ঘটনাস্থলে আসা চাঁদপুর আন্তঃজেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ট্রাফিক পুলিশের টিআই জহির ইসলাম ভূঁইয়া, শ্রমিক নেতৃবৃন্দসহ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে বিষয়টির সমাধানে আলাপ-আলোচনা করেন।

এদিকে শ্রমিকরা এক দফায় অর্থাৎ আগে আটক শ্রমিকের মুক্তি চান। পরবর্তীতে সকল পক্ষের আলোচনা শেষে আটক শ্রমিকের মুক্তির আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

টিআই জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক, মালিক ও পুলিশ বিভাগের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হয়েছে। এর বাইরে তিনি কোনো কথা বলতে রাজী হননি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ বলেন, এটি ক্ষুদ্র ভুল বোঝাবুঝি। বিষয়টি সমাধান করা হয়েছে।

আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা মালিক শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসনকে বলেছি ও অবরোধ তুলে নিয়েছি। আমাদের শর্ত ছিলো, আগে আটক শ্রমিকের মুক্তি। পুলিশ বলছে শ্রমিককে মুক্তি দিবে। এরপর আমরা-প্রশাসন মিলে বিষয়টি নিয়ে বসে প্রকৃত অপরাধীকে বের করবো।

এ বিষয়ে বেশ ক’জন শ্রমিক জানান, বাস টার্মিনাল মানে শ্রমিকদের আস্তানা। কিন্তু শ্রমিকরা এমন কোনো অপরাধ করে না, যে তাকে পুলিশ আটক করে নিয়ে যাবে, আবার বেধড়ক মারধর করবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, আটক শ্রমিককে থানা থেকে ছুটিয়ে আনতে শ্রমিক নেতৃবৃন্দ চাঁদপুর সদর মডেল থানায় অবস্থান করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়