শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০

দুই সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন আগামী ২ নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউপি সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দেন দুজন প্রার্থী। এরা হলেন সাবেক ইউপি সদস্য আলম মেম্বার ও সাবেক ইউপি সদস্য মৃত মহর আলী জনি মেম্বারের স্ত্রী পারভীন বেগম। সোমবার ১০ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকায় সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) বিধিমালা ২০১০-এর বিধি ৫ এবং ১ উপবিধি অনুযায়ী মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ভোটগ্রহণ।

উল্লেখ্য, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহর আলী জনির মৃত্যুজনিত কারণে এই ওয়ার্ডটি শূন্য হয়ে যায়। সে কারণেই এই উপ-নির্বাচন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়