প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
![নবীর জন্ম নিয়ে আলোচনা করা এবং শোনা উভয়টিই সাওয়াবের কাজ](/assets/news_photos/2022/10/11/image-24424.jpeg)
চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর রোববার সকাল ১১টায় চাঁদপুর শহরের ফিশারী গেইট সংলগ্ন ইফার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে ৭০ খ্রিস্টাব্দে প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপ। সে নবীর জন্ম নিয়ে আলোচনা করা এবং শোনা উভয়টিই সাওয়াবের কাজ। নবীজির আলোচনা যতবেশি শুনতাম, ততবেশি তৃপ্তি পেতাম। নবী মুহাম্মদ (সাঃ) হলেন সববয়সীদের মডেল। তিনি আরো বলেন, বিভিন্ন মতের কারণে ইসলাম আজ ডিভিশান হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করছে। এ বিষয়ে আমরা সচেতন থাকতে হবে। কোথাও এরকম কোনো ঘটনা ঘটলে আমরা প্রশাসনকে অবহিত করবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। সকল ধর্মেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মহামানব বলা হয়েছে।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে জেলা ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা গণশিক্ষা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন উত্তর মৈশাদী গোলাবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের।
উপস্থিত ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মোঃ সালাউদ্দিন এবং বিভিন্ন মসজিদের ইমাম ও কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ।