প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ অক্টোবর সকাল ১০টায় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। সাধারণ অভিভাবক সদস্য (পুরুষ) প্রার্থীরা হচ্ছেন : আনোয়ার হোসেন (ব্যালট-১), আবুল কালাম আজাদ (ব্যালট-২), মোঃ খোকন মিয়া (ব্যালট-৩), খান রেহান (ব্যালট-৪), নারায়ণ সরকার (ব্যালট-৫), ফজলুল হক পাটওয়ারী (ব্যালট-৬), বিশ্বজিৎ সরকার (ব্যালট-৭), রিপন চন্দ্র ঘোষ (ব্যালট-৮) ও শফিকুল ইসলাম (ব্যালট-৯)। এছাড়াও মহিলা অভিভাবক সদস্য পদে পলি রাণী ঘোষ (ব্যালট-১১) ও মুক্তি রাণী দাস (ব্যালট-১২) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান। মোট ভোটার সংখ্যা ৬শ’ ৪ জন।