প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ০০:০০
‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এ স্লোগানকে সামনে রেখে দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-২১০০) কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৯ অক্টোবর রোববার সকাল ১১টায় বিভাগীয় ট্যাংক লরি দাহ্য পদার্থ বহনকারী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-চট্ট-২১৭৭) আয়োজনে চাঁদপুর ৫নং ঘাট সংলগ্ন মেঘনা পেট্রোলিয়াম ডিপোতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাংক লরি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোঃ শাহজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা।
বিভাগীয় ট্যাংক লরি দাহ্য পদার্থ বহনকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আঃ কুদ্দুসের সভাপ্রধানে ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী পারভেজ ইলিয়াসের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল মতিন মুন্সী, সহ-সাধারণ সম্পাদক এসএম আসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, বিভাগীয় কার্যকরী সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ বাবুল খন্দকার প্রমুখ। বক্তাগণ ট্যাংক লরি শ্রমিকদের নিয়োগপত্র, মজুরি বৃদ্ধি, সহজ ড্রাইভিং লাইসেন্স প্রদান, ৫লাখ টাকা দুর্ঘটনা বীমা, রাস্তায় পুলিশি হয়রানি বন্ধ ও ট্যাংক লরি টার্মিনাল নির্মাণসহ ১০ দফা দাবি জানিয়ে বলেন, এদেশে রোহিঙ্গাদের খাদ্য বাসস্থানের সংস্থান হয়, অথচ শ্রমিক তার খাদ্য-বাসস্থানের নিশ্চয়তা পায় না। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হটানোর জন্যে আন্দোলন করছি না। আমাদের আন্দোলন বেঁচে থাকার আন্দোলন। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের দাবি-দাওয়ার প্রতি সদয় হবেন এবং অচিরেই আমাদের দাবি মেনে নিবেন। বক্তরা আরো বলেন, আমরা অনেকদিন যাবৎ দাবি জানিয়ে আসলেও আমাদের দাবি বাস্তবায়নে কেউই আন্তরিকতা দেখাচ্ছেন না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কোনো আন্দোলন-সংগ্রাম করতে চাই না। তবে আগামী ২২ অক্টোবরের মধ্যে যদি আমাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হয়, তাহলে পরদিন রোববার ২৩ তারিখ সকাল ৬টা থেকে দেশব্যাপী হবে ট্যাংক লরি শ্রমিকদের অবিরাম কর্মবিরতি। পেট্রোলিয়াম জাতীয় দাহ্য পদার্থ বহনকারী কোন লাল গাড়ি রাস্তায় চলবে না। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, আন্দোলনরত ট্যাংক লরির নেতা বা কোন শ্রমিকদের ওপর যদি অযাচিত হামলা বা তাদের কাউকে গ্রেফতার করা হয়, তাহলে ওইস্থান থেকেই আন্দোলন শুরু হবে। বক্তারা আরো বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে দাহ্য পদার্থ বহন করি, অথচ আমাদের জীবনের নিরাপত্তা প্রদানে মালিক, সরকার উভয়ই রয়েছেন উদাসীন। যদি ট্যাংক লরি শ্রমিক ফেডারেশন কর্মবিরতি পালন করে তাহলে অর্থনীতির চাকা স্তব্ধ হয়ে যাবে। দাহ্য পদার্থ ছাড়া বাস, লঞ্চ, গাড়ি, বিমান কিছুই চলবে না। তাই অচিরেই আমাদের দাবি সমূহ মেনে নিয়ে আমাদের জীবন জীবিকার পথ উন্মুক্ত রাখবেন-এটাই আমরা সরকার ও মালিকপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।