প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার ৫ অক্টোবর দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিএম তানজীমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর থেকে শরীয়তপুরগামী যাত্রীবাহী লঞ্চ এমভি শাহ-আলী-২ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। ব্যাগটির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে কাজী মোঃ মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুরের উপস্থিতিতে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।