শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে বাঁচতে মানববন্ধন
মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় মিথ্যা মামলা ও জালিয়াতির মাধ্যমে ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ভুক্তভোগী ক’টি পরিবারের সদস্য আয়নাতলী বাজারে এ মানববন্ধন করে।

এ সময় তারা ওই গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত গোলাম রহমানের পুত্র কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেনের শাস্তি দাবি করে স্লোগান দেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী হাবিবুর রহমান মিজান জানান, প্রতারক কামাল হোসেন এলাকায় জালিয়াতির মাধ্যমে ভূমি দখল ও সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। কামাল হোসেন একজন সাজাপ্রাপ্ত আসামি। সরকারি সম্পত্তি জোর করে দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আঃ হান্নান জানান, কামাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেন গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করে আসছে, মিথ্যা মামলার ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ভুক্তভোগী বাবুল হোসেন জানান, কামাল হোসেন ও তার ভাইয়ের বিরুদ্ধে মামলা করেও কোনো লাভ হয়নি উল্টো মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে তারা।

মানববন্ধনে এলাকার কয়েকশ’ নারী-পুরুষ উপস্থিত থেকে হয়রানি থেকে বাঁচতে কামাল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়