প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ০০:০০
![অসহায়দের সহায়তা করলে দেশে দরিদ্রতা থাকবে না](/assets/news_photos/2022/10/07/image-24287.jpg)
শারদীয় দুর্গোৎসবের নবমী পূজার দিন সকালে পুরাণবাজার হরিসভা পূজা মণ্ডপে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুরের বাসিন্দা নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল সাহা তার প্রয়াত বাবা গণেশ চন্দ্র সাহা ও প্রয়াত মাতা সবিতা সাহার স্মরণার্থে দুর্গা পূজার সময় অসহায়দের জন্যে বস্ত্র প্রদানের ব্যাবস্থা করেন। গত ৪ অক্টোবর মঙ্গলবার বস্ত্র প্রদানকালে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায় সমাজের দানশীল ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সমাজে এখনো অনেক দানশীল ব্যক্তি রয়েছেন, যারা নীরবে নিভৃতে অসহায় মানুষের কল্যাণে দান করে যাচ্ছেন। ব্যবসায়ী উজ্জল সাহা তাদেরই একজন। প্রতিবছরই তিনি এখানে বস্ত্রদানের ব্যবস্থা করে থাকেন, কিন্তু তিনি একবারও উপস্থিত থাকার চেষ্টা করেন না। হরিসভা পূজা কমিটিও চেষ্টা করে তার দান প্রাপ্য মানুষের হাতে পৌঁছে দিতে।
তিনি আরো বলেন, এভাবে অসহায়দের জন্যে সকলের সহযোগিতার হাত অব্যাহত থাকলে দেশে দরিদ্রতা থাকবে না, আর কোনো মানুষকে ভিক্ষাবৃত্তি করতে হবে না। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন করেন। বস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের বিমল চৌধুরী, লিটন সাহা, কার্তিক সরকার, হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেশ চন্দ্র সাহা, পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, সহ-সভাপতি বাদল, পোদ্দার, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, ব্যবসায়ী উজ্জল সাহার চাঁদপুরের প্রতিনিধি শম্ভুনাথ শূর, জয়দেব সাহা, বিশ্বনাথ সাহা প্রমুখ।