প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০০:০০
জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে বিভিন্ন রকমের সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। দুর্নীতিবিরোধী আন্দোলনকে বেগবান করতে স্থানীয় পর্যায়ে সনাক-এর সহায়ক শক্তি বৃদ্ধিকল্পে উপদেষ্টা পরিষদ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের পাশাপাশি সনাকের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী গ্রুপ হলো স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন)। দুর্নীতিবিরোধী আন্দোলনের সহযোগী গ্রুপ হিসেবে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরি তথা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে অধিকতর বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বজন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
স্বজন গ্রুপের দুর্নীতিবিরোধী আন্দোলনকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্যে এবং স্বজনের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে গত ২৪ জুন ২০২০ সনাক-স্বজন সমন্বয় সভায় (ভার্চুয়াল) নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে স্বজনের সমন্বয় কমিটি পুনর্গঠিত হয়েছে এবং স্বজন সদস্যবৃন্দের মধ্য থেকে তিন সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সভায় মনিরুজ্জামন বাবলু (অনলাইন নিউজ পোর্টাল বার্তা ২৪. কম ও ইংরেজি দৈনিক ট্রাইবুনালের চাঁদপুর প্রতিনিধি, হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য)-কে সমন্বয়কারী এবং জেসমিন আক্তার (প্রভাষক) ও মুহাম্মদ ফরিদ হাসান (লেখক ও গবেষক, দৈনিক চাঁদপুর কণ্ঠের সহ-সম্পাদক)কে সহ-সমন্বয়কারী নির্বাচন করা হয়। যা ২৯ জুলাই ২০২১ থেকে কার্যকর। এ কমিটি আগামী এক বছর (২৯ জুলাই ২০২১ থেকে ২৯ জুলাই ২০২২) পর্যন্ত দায়িত্ব পালন করবে।
স্বজনের এ সমন্বয় (ভার্চুয়াল) সভায় উপস্থিত ছিলেন সনাক-চাঁদপুরের স্বজন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ডাঃ সাবেরা ইসলাম, সনাক সদস্য মোঃ আব্দুল মালেক, টিআইবির চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটরসহ স্বজনের সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ।