প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬
শিশু সুমাইয়াকে রহিমানগরে পাওয়া গেছে
অনলাইন ডেস্ক
কচুয়া উপজেলার রহিমানগর বাজার ফলপট্টিতে সুমাইয়া নামে এক শিশুকে পাওয়া গেছে। শিশু সুমাইয়া জানিয়েছে তার বাবার নাম মনির, বাড়ি মেগদাই। মেয়েটির ব্যাপারে যোগাযোগ করুন- ইসলামিয়া হোটেল, জহির ভাইয়ের ফল দোকান, রহিমানগর উত্তর বাজার, কচুয়া। সূত্র : হৃদয়ে রহিমানগর।