শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪

পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়

ক্ষুদীরাম দাস
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়

পাপের গণ্ডিতে ছুটে বেড়ায় ক্ষুদীরাম দাস

চতুর্দিকে কেমন কেমন বোধ হয়,

কেমন জানি চুপচাপ;

নীরবতায় বৃত্তের অভ্যন্তরে;

পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়।

ঈশ্বরকে ছুঁতে চাইলেও ছুঁতে পারে না;

পাপ-অপবিত্রতায় নিজ হতে দূরে,

কোনো সাড়া নেই, আসিতে চাহে না।

কিছু মনুষ্য ভীষণ ব্যস্ত;

ঈশ্বরকে মনে করার সময় কোথায়?

একটু সহানুভূতি মানুষের তরে,

ভালোবাসা বিলাতে এতোটুকু সময় নেই!

কিছু মনুষ্য অজান্তে দাস্যকর্ম করছে;

নিজেরা ভাবছে কতো স্বাধীন, আহা!

পাপের দাসত্বে আজীবন চলে যায়,

চলছে তো চলছেই,

পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়