প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়
ক্ষুদীরাম দাস
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায় ক্ষুদীরাম দাস
চতুর্দিকে কেমন কেমন বোধ হয়,
কেমন জানি চুপচাপ;
নীরবতায় বৃত্তের অভ্যন্তরে;
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়।ঈশ্বরকে ছুঁতে চাইলেও ছুঁতে পারে না;
পাপ-অপবিত্রতায় নিজ হতে দূরে,
কোনো সাড়া নেই, আসিতে চাহে না।কিছু মনুষ্য ভীষণ ব্যস্ত;
ঈশ্বরকে মনে করার সময় কোথায়?
একটু সহানুভূতি মানুষের তরে,
ভালোবাসা বিলাতে এতোটুকু সময় নেই!কিছু মনুষ্য অজান্তে দাস্যকর্ম করছে;
নিজেরা ভাবছে কতো স্বাধীন, আহা!
পাপের দাসত্বে আজীবন চলে যায়,
চলছে তো চলছেই,
পাপের গণ্ডিতে ছুটে বেড়ায়।