শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১:১৪

বাংলা একাডেমি প্রদত্ত আবু রুশদ সাহিত্য পুরস্কার পেলেন চাঁদপুরের সন্তান নাসিমা আনিস

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
বাংলা একাডেমি প্রদত্ত আবু রুশদ সাহিত্য পুরস্কার পেলেন চাঁদপুরের সন্তান নাসিমা আনিস

বাংলা একাডেমি পরিচালিত ছয়টি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। ছয়টি পুরস্কারের অন্যতম আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। এ পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা। নাসিমা আনিস চাঁদপুরের কৃতী সন্তান। তাঁর গ্রামের বাড়ি মতলব দক্ষিণের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামে। এছাড়া সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ। সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ। কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ। অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ। প্রত্যেকটি পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা। এছাড়া রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার (সামগ্রিক অবদানের জন্য)। এ পুরস্কারের অর্থমূল্য দুই লক্ষ টাকা। অনূর্ধ্ব-৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্যে রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। পুরস্কারের অর্থমূল্য এক লক্ষ টাকা। সূত্র : বাংলা একাডেমি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়