মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮

বিএনপি’র ৩১ দফা পৌঁছে দিতে ছাত্রদলকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে : উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. মোশাররফ হোসেন

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় বিএনপির লিফলেট বিতরণ ও ছাত্রদলের  সাথে মতবিনিময়
কচুয়ায় ছাত্র-জনতার মাঝে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. মোশাররফ হোসেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট কচুয়ায় বিতরণ ও ছাত্রদলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) কচুয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. মোশাররফ হোসেন।এ সময় তিনি বলেন, প্রান্তিক জনগণের দোরগোড়ায় বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা পৌছে দিতে ছাত্রদলকে সুসংগঠিতভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে ছাত্রদলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। কচুয়া উপজেলা শাখা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মকবুল হোসেন মিয়াজী ও নাছির উদ্দিন মিলন । এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মাস্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাস মিয়াজী, আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসেন, উপজেলা যুবদলের মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক গাজী রশীদ, সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুছ প্রমুখ । বক্তব্য শেষে ছাত্র- জনতার মাঝে লিফলেট বিতরণ করেন প্রধান অতিথিসহ বিএনপির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়