প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:৫৩
চাঁদপুরে জাসাস-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশ সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না : অ্যাড. সলিম উল্লাহ সেলিম
চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ ডিসেম্বর বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর মেজর জিয়াউর রহমান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রতিষ্ঠা করেন। এটি সাংস্কৃতিক আন্দোলনে ভূমিকা রাখছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রেত্মারা এখনও সজাগ। সচিবালয়ে আগুন দেয়া কীসের আলামত? মাত্র সচিবালয়ে আগুন দিয়েছে, কয়েক দিনপর সচিবালয় বলতে কিছু থাকবে না। এগুলো ভারতের ষড়যন্ত্র। অন্তবর্তীকালীন সরকারের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই। এরা জনগণের সাথে নেই। জনগণের দুঃখ-কষ্ট বুঝে না। তারা জনগণের কাছে যায় না। দেশ সংস্কারের নামে কালক্ষেপণ করা যাবে না। এ ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে নয়, বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে। তিনি বলেন, তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। প্রয়োজনে তা খেয়াল করুন। জুলাই-আগস্টের রক্ত এক ও অভিন্ন। বিএনপির নেতা-কর্মীরা জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। আর আপনি এখন প্রধান উপদেষ্টা। তখন আপনি কোথায় ছিলেন? যখন আমাদের উপর নির্যাতন করা হয়। আপনি ক্ষমতায় এসে একটি বিবৃতিও দেননি। আমরা আশা করবো অতি শীঘ্রই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিবেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শোয়েব কলিমের সভাপ্রধানে ও সদস্য সচিব মোবারক হোসেন শিকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ ও পৌর জাসাসের আহ্বায়ক মোঃ শাওন পাটওয়ারী।