শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন

ড্রেজার বাল্কহেড স্পীডবোটসহ আটক ২৮

স্টাফ রিপোর্টার
মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন
চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে কোস্টনগার্ডের অভিযানে ড্রেজার, বাল্কহেড এবং বোটসহ আটক দুষ্কৃতিকারীরা।

চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ব্যবহৃত ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৩টি স্পীডবোটসহ ২৮জন দুষ্কৃতিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও গজারিয়া চাঁদপুরের মেঘনা নদীতে কালিরচর সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার এবং বাল্কহেড উচ্ছেদকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযান চলাকালীন এই এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি স্পীডবোট ও ১টি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নির্দেশে জব্দকৃত সকল ড্রেজার, বাল্কহেড, বোট এবং আটককৃত ২৮জন আসামিকে বেলতলী নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়