প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৯
চাঁদপুরে ক্যারিয়ার এইডের উদ্যোগে জব ফেয়ার ও ক্যারিয়ার ডে
ক্যারিয়ার এইড, চাঁদপুরের উদ্যোগে ২৫ ডিসেম্বর বুধবার ‘ক্যারিয়ার ডে ও জব ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. সোয়াইব। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শিরিন আখতার, চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
|আরো খবর
ক্যারিয়ার ডে অংশে বিভিন্ন লার্নিং সেশন, ওয়ার্কশপ, প্রতিযোগিতা এবং ক্যারিয়ার গ্রুমিংয়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ‘জব ফেয়ার’ অংশে চাঁদপুর জেলার বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের এইচআরবৃন্দ নিজেদের জন্য দক্ষ কর্মী খুঁজতে আসে। প্রায় ১৫টি ভ্যাকেন্সির জন্য কর্মীর খোঁজা হয় এবং প্রার্থীরা আবেদনের সুযোগ পায়।
অনুষ্ঠানে পাবলিক স্পিকিং, জব গ্রুমিং, ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিভি রাইটিং, চক্ষু বিষয়ক সচেতনতা ইত্যাদি বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন এজেন্সি, কোম্পানি ও সার্ভিস সেন্টার চাকরির মেলায় অংশগ্রহণ করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করে। অনেক চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও বেকার যুবক এই সুযোগ কাজে লাগিয়ে চাকরির জন্য আবেদন করেছেন। চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশ’ শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশী এই আয়োজনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ক’জন চাকরিপ্রার্থী অন স্পটে চাকরি পেয়েছেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, চাঁদপুরে প্রথমবারের মতো এ ধরনের আয়োজন একটি নতুন দিগন্তের সূচনা করেছে। এটি তরুণদের ক্যারিয়ার গঠনে সহায়তা করবে এবং চাঁদপুরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ক্যারিয়ার এইড চাঁদপুরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মো. মেহেদী হাসান অপু উপস্থিত সকলকে স্বাগত বক্তব্য রাখেন।