প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৩
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে মো. আবুল হোসেন (৬৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকার নাথবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। নিহত আবুল হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলগীরচর পশ্চিমপাড়ায়। তার পিতার নাম মৃত মানজু মিয়া।
|আরো খবর
শ্রীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে স্মৃতি আক্তার ও তার স্বামী মো. জাহাঙ্গীর আলম জানান, আবুল হোসেন স্ট্রোকজনিত মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন এবং তিনি মৃগী রোগেও আক্রান্ত ছিলেন। গত ১২ ডিসেম্বর তিনি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন মানসিক ভারসাম্যহীন অবস্থায় পুকুরে নামলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।