প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:২৮
চাঁদপুরে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মানববন্ধন
'সংস্কারের নামে অপসংস্কার, বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা মানি না, মানবো না' এসব শ্লোগানে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা ইউনিট। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকগণ।
|আরো খবর
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা সংস্কারের নামে অপসংস্কার ও বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপ্রচেষ্টার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান তুলে ধরেন এবং দাবি-দাওয়া বাস্তবায়নে সরকারের কাছে দাবি তুলে ধরে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। স্বাস্থ্য ক্যাডার সুপারিশ প্রত্যাখ্যান করতে হবে। একই সাথে আমাদের দাবি পূরণ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডা. মুনতাকিম হায়দার রুমী, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. আব্দুল আজিজ মিয়া, সিনিয়র কনসালটেন্ট (চর্ম) ডা. হাসিনুর রহমান, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. সাইফুল ইসলাম সোহেল, সহকারী অধ্যাপক (চক্ষু) ডা. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক (বায়োকেমিস্ট্রি) ডা. খালেদ হোসেন, হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. মোহাম্মদ আসিফ ইকবাল, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মোহাম্মদ নূরে আলম মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সোহেল আহমেদ, সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. পীযূষ সাহা, মেডিকেল অফিসার ডা. সৈয়দ আহমেদ কাজল, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেনসহ অন্য চিকিৎসকগণ।