শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪৮

বাগাদীতে চাঁদপুরজমিন মার্কেটে 'মিষ্টি কানন' উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বাগাদীতে চাঁদপুরজমিন মার্কেটে  'মিষ্টি কানন' উদ্বোধন

চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে 'মিষ্টি কানন' নামে একটি মিষ্টি দোকান উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪) বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফী।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন চাঁদপুরজমিন মার্কেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন। তিনি বলেন, বাগাদী নানুপুর চৌরাস্তা এলাকাটি ধীরে ধীরে ব্যবসাবান্ধব একটি উপ-শহর হিসেবে গড়ে উঠছে। এর পেছনে এই এলাকার ভালো মানুষ এবং ব্যবসায়ীদের অবদান রয়েছে। চাঁদপুরজমিন মার্কেট প্রতিষ্ঠার পর থেকে এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট গড়ে উঠেছে। আজকে 'মিষ্টি কানন' নামে নতুন একটি মিষ্টির দোকান উদ্বোধন হলো। তাদের মিষ্টান্ন জাতীয় খাদ্য পণ্যগুলো খুবই মানসম্মত এবং উন্নত। আমি আশা করবো প্রতিষ্ঠানটি ভোক্তার কথা বিবেচনায় রেখে এবং দুনিয়া ও আখেরাতের কথা ভেবে ব্যবসা পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, প্রতিটা মানুষের জীবনেই টাকার প্রয়োজন রয়েছে। তবে সেই টাকা যেনো সৎ পথে উপার্জন হয় সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। মানুষকে ঠকিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে তা নিজের জন্যে ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়। এই দুনিয়ায় পার পেলেও হাশরের ময়দানে এর জবাব দিতে হবে। সৎভাবে এবং হালাল পথে ব্যবসা করার মাঝে আত্মতৃপ্তি ও বরকত দুটোই থাকে। তার চেয়ে বড় কথা হলো, হালাল ব্যবসা করলে সওয়াবও পাওয়া যায়।

'মিষ্টি কানন‌ে'র স্বত্বাধিকারী মো. আলম বেপারীর অভ্যর্থনায় দোয়া ও মিলাদ মাহফিলে বাগাদী নানুপুর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী এবং এলাকার মুরুব্বিদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বারেক গাজী, মো. মুসলিম পাটোয়ারী, মো. জাকির হোসেন খান, মো. টিপু সুলতান, মো. আলমগীর গাজী, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, এএসআই মোবারক, কামরুজ্জামান গাজী, ইসহাক গাজী, সোহেল খানসহ অন্যান্য ব্যবসায়ী এবং মুরুব্বিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়