প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০০:০০
পবিত্র ঈদুল আজহার দিন সকালে দেশের অন্যান্য স্থানের ন্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার পূর্ব শ্রীরামদী হাজী শরীয়ত উল্লাহ রেলী জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল পৌনে ৮টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে মুসল্লিগণ মসজিদে নামাজ আদায় করেন। নামাজের পূর্বে পূর্ব শ্রীরামদী রেলী মসজিদ কমিটি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ চাঁদপুর জেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা এক কঠিন সময় পার করছি। সারা বিশ্ব আজ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। প্রতিদিনই এই ভাইরাস বৃদ্ধি পাচ্ছে। এ থেকে বাংলাদেশও পিছিয়ে নেই। প্রতিদিনই কেউ না কেউ প্রাণ হারাচ্ছে। সরকার যথেষ্ট চেষ্টা করছে যাতে আমরা সকলেই এই করোনা থেকে মুক্তি পেতে পারি। আপনারা সচেতন থাকবেন, স্থাস্থ্যবিধি মেনে চলবেন, প্রয়োজন ব্যতীত কেউ ঘরের বের হবেন না। আল্লাহপাক আমাদের পরীক্ষা নিচ্ছেন। আশা করি, মহান রাব্বুল আলামিনের দয়ায় আমরা করোনা থেকে মুক্তি পাবো। তিনি সকলকে মাস্ক ব্যবহারসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোহাম্মদ শাহজাহান। এ সময় মুসল্লিদের মাঝে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মামুনুর রহমান দোলন, সাবেক কাউন্সিলর মাহফুজ বেপারী, শহর আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাঝি, মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোঃ তোয়া খান, মসজিদ পরিচালনা কমিটির মোঃ রফিকুল ইসলাম গাজী, মুকবুল হোসেন বেপারী, মোঃ আবুল খায়ের মনু, হুমায়ুন কবির, রেজাউল করিম বিপ্লব, আরশাদ ঢালী প্রমুখ।