প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের মমিনপাড়ার চিহ্নিত মাদক বিক্রেতা আমিন বেপারী (৪৫)কে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ২৮শে জুলাই বুধবার বিকেলে তাকে তার বাসা থেকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯২পিচ ইয়াবাসহ আসামী আমিন বেপারীকে গ্রেফতার করা হয়েছে। আটক ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার টাকা।
সে মমিন পাড়া ভূঁইয়া বাড়ি রোডস্থ মেহেদী হাসান ভিলার তৃতীয় তলায় ভাড়া থেকে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। এ বিষয়ে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।