প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর পুরাণবাজার ১নং ওয়ার্ড রিফিউজি কলোনিতে পবিত্র ঈদণ্ডউলণ্ডআযহা উপলক্ষে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কোরবানির গরুর গোশত বিতরণ করেছে ওব্যাট হেলপারস।
গত ২১ জুলাই বুধবার ঈদের দিন দুপুরে রিফিউজি কলোনিতে কোরবানির গরুর গোশত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। এ দিন মহল্লার ১৫০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে এই কোরবানির গোশত বিতরণ করা হয়।
এ সময় পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল রিফিউজি কলোনি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন। তিনি কথা দেন তাদের সমস্যার সমাধান করা হবে।
এ সময় মেয়র বলেন, এই এলাকার মানুষ অনেকটাই অসহায়। তাদের জীবনযাত্রার মানোন্নয়নে আমাদের পৌরসভার অনেক কিছু করার আছে এবং করতে হবে। আমার নির্বাচনের সময় এ এলাকার মানুষ তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলেছিলেন এবং আমি কথা দিয়েছিলাম তাদের সমস্যা সমাধান করবো। এখন আমি যেহেতু এই পৌরসভার মেয়র তাই আমার দায়িত্ব হচ্ছে তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা। এই এলাকার সবার সহযোগিতায় আমি তাদের সমস্যার সমাধান করতে চাই।
কোরবানির গোশত বিতরণকালে আরো উপস্থিত ছিলেন রিফিউজি কলোনির নেতা রিয়াজ, মোস্তাকিন, পাপ্পু, আলণ্ডআমিন, মিঠুনসহ আরো অনেকে।
জানা যায়, এ এলাকার বাসিন্দা কাতার প্রবাসী ইকবাল খান সবুজ এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন।