শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার অভিযোগ
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের উচিতগাবা গ্রামের মোল্লা বাড়িতে চলাচলের রাস্তায় লোহার গেট ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উচিতগাবা তেতৈয়া বাড়ির আলী আহমেদের ৫ ছেলের ২ ছেলে আবু তাহের ও গোলাম মোস্তফা বহু বছর পূর্বে পৈত্রিক সম্পত্তিতে মোল্লা বাড়িতে নতুন বাড়ি করে বসবাস করছে। নতুন বাড়ির দক্ষিণ পাশে আবু তাহের এবং উত্তর পাশে গোলাম মোস্তফা বসবাস করছে।

আবু তাহেরের বাড়ির পূর্বপাশে জনচলাচলের রাস্তা দিয়ে গোলাম মোস্তফার পরিবারসহ গ্রামবাসী ১শ’ বছর ধরে চলাচল করত। সম্প্রতি আবু তাহের তার ভাই গোলাম মোস্তফার চলাচলের রাস্তায় লোহার গেট ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে গোলাম মোস্তফার পরিবারের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বর্ষার সময় হাঁটু পানিতে অন্যের জমি দিয়ে তার পরিবার চলাচল করতে হয়। এ নিয়ে বেশ কয়েক দফা সালিস বৈঠক হয়। এ ব্যাপারে আবু তাহের সাংবাদকদের জানান, এটি কোনো সরকারি রাস্তা নয়। আমার নাল জায়গা দিয়ে আমার বাড়িতে চলাচলের রাস্তা। আমি আমার জায়গা দিয়ে অন্যদেরকে ব্যবহার করতে দিতে পারি না বলেই লোহার গেট ও টিন দিয়ে বেড়া দিয়েছি।

চলাচলের রাস্তার প্রবেশ পথের লোহার গেট তুলে দিয়ে গোলাম মোস্তফার পরিবার চলাচলের রাস্তার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। গোলাম মোস্তফার ছেলে রাসেল মঙ্গলবার তার চাচা আবু তাহেরসহ তিনজনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়