প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় লকডাউনের প্রথম দিনে ৬ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলার সাচার, পালাখাল, মাঝিগাছা ও কচুয়া পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দোকানিকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি। এ সময় কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ বিভাগ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি জানান, লকডাউন অম্যান্য করে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনার দায়ে ১০ জনকে ৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে না বের হওয়ার আহ্বান করছি। কঠোর লকডাউন বাস্তবায়নে কারো অসহযোগিতা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।