শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০

মতলব উত্তরে রুমার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছোট কিনাচক গ্রামের গৃহবধূ রুমা বেগমের হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাড়িভাঙ্গা এবং কালিপুর এলাকাবাসী মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) উপজেলার কালিপুর কলেজের সামনে এ মানববন্ধন করা হয়।

নিহত রুমাকে তার স্বামী কামাল হোসেন ও ফারুক মাস্টার যৌতুকের জন্যে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আসামীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান। মানববন্ধনে নিহত রুমার মা, ভাই, আত্মীয়ণ্ডস্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের ছোট কিনাচক গ্রাম থেকে দুই সন্তানের জননী আয়েশা আক্তার রুমা (২৪)ণ্ডএর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১১ জুলাই রোববার সকাল ৮ থেকে ৯টার মধ্যে তিনি নিজ পাকা ভবনের ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানান শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু রুমার লাশ পুলিশ খাল থেকে উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী কামাল হোসেন পলাতক রয়েছে। এ কারণে এটা হত্যা না আত্মহত্যা এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। আয়েশা আক্তার রুমার পরিবার তার রহস্যজনক মৃত্যু হওয়ায় মতলব উত্তর থানায় মামলা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়