প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুরে করোনায় শাহজাহান খান সাজু (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই এলাকার গত তিন মাসে ৫ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মির্জাপুরের সমাজসেবক মোঃ ফারুক খান চাঁদপুর কণ্ঠকে জানান, মোঃ শাহজাহান খান সাজু ২৮ জুলাই বুধবার বেলা ১১টা ২০ মিনিটে আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় মৃত্যুবরণ করেন। এর আগে ২৩ জুলাই তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি এলাকায় সাজু খান নামে বেশ পরিচিত। একসময় তিনি পুলিশে চাকুরি করতেন। পরবর্তীতে নিজ জমিতে তিনি কৃষিকাজ করতেন।
শরীফ উদ্দিন নামে একজন চাঁদপুর কণ্ঠকে জানান, সাজু খান যে কোনো ধরনের শাকণ্ডসবজি সিজনের আগে চাষাবাদ করতেন এবং ওয়্যারলেস বাজারে বিক্রি করতেন।
মির্জাপুর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ফারুকুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে জানান, মৃতের (সাজু খান) গোসল করানোর জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার স্বেচ্ছাসেবক টিম মাওঃ আনোয়ার আল নোমান নেতৃত্বে অংশ নেয়। পরে বিকেল ৪টায় মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, শাহজাহান খান সাজু মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন।