প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০
ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাভপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। তাঁর সুস্থতা কামনায় ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকালে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওঃ ইউনুছ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আঃ মান্নান পরান, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, প্যানেল মেয়র মাজহারুল ইসলাম, সেলিনা আক্তার যুঁথি, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, জাকির হোসেন গাজী, সাজ্জাদ হোসেন টিটু, জাহিদ হোসেন, কুলছুমা বেগম, এও সাহাবুদ্দিন, ক্যাশিয়ার গিয়াসউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মাহামুদুন্নবী, নকশাকারক আল-আমিন, কর আদায়কারী মাসুদ আলম প্রমুখ। মিলাদের পূর্বে ভারতে অবস্থান করা পৌর মেয়র মুঠোফোনে সকলের সাথে কথা বলেন এবং দোয়া প্রার্থনা করেন।
এর আগে সকালে মেয়রের বাসভবনে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর এলাকার বিভিন্ন মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী চিকিৎসার উদ্দেশ্যে ভারতের চেন্নাই যান। সেখানে অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর আজ মঙ্গলবার (৩০ আগস্ট) অপারেশন করা হবে।