প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশ মানবধিকার সাংস্কৃৃতিক সোসাইটি সামাজিক সংগঠন কর্তৃক মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান। উক্ত সংগঠন ২০২২ সালে সারাদেশে শিক্ষা ও মানবিক কল্যাণমূলক কাজে বিশেষ অবদানের জন্য সারাদেশের ১০জনকে সংগঠনের জরিপ অনুযায়ী অ্যাওয়ার্ডের জন্যে নির্বাচিত করেন।
মোঃ শাহপরান হাজীগঞ্জ উপজেলার ডাটরা শিবপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুর রহিম গাজী। ছাত্র জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ১৯৯৪ সালে ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদরাসায় সহকারী শিক্ষক পদে যোগদান করেন। তারপর ১৯৯৬ সালে চলে যান চাটখিল উপজেলার শাহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। সেখানে ২০০৭ সালে উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০১০ সালে নোয়াখালীর চাটখিলের কাউহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকে ২০১১ সালে একই উপজেলার ভীমপুর উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে নোয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তিনি সেখানে ২০১৫ সালের ১৫ মে পর্যন্ত কর্মরত ছিলেন। তারপর যোগদান করেন হাজীগঞ্জের রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন।
তিনি বলেন, আমার এই অ্যাওয়ার্ড বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল সদস্য ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফসল এবং বিদ্যালয়ের সকল ক্ষেত্রে সুনামের জরিপে আমাকে মানধিকার সাংস্কৃতিক সংগঠন নির্বাচিত করেছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। এই অনুপ্রেরণায় আগামী দিনে আরো ভালো করার দিক-নির্দেশনা পাবো।