শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় ‘আমাদের সংগঠন’ণ্ডএর ফ্রি মেডিকেল ক্যাম্প
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় ‘আমাদের সংগঠন’ নামের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যাপক আয়োজনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। কর্মকাণ্ডের মধ্যে ছিলো : ২ শতাধিক গরীব ও দুঃস্থের মাঝে কোরবানির মাংস বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে রোগীর চিকিৎসা সেবা প্রদান ও সংগঠনের গণপাঠাগার উদ্বোধন। ঈদের পরদিন বৃহস্পতিবার আয়োজিত ফ্রি ক্যাম্পে ৫জন এমবিবিএস ডাক্তার দ্বারা গঠিত মেডিকেল টিম ৩শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। এছাড়া একইদিন আশ্রাফপুর দক্ষিণপাড়া গাজী বাজারে গণপাঠাগার উদ্বোধন করা হয়।

সংগঠনের সভাপতি হাফেজ মোঃ আবু সালেহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির মির্জার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক কোরবান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সফিকুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন ও বাচ্চু মিয়া।

এছাড়া বক্তব্য রাখেন প্রভাষক খোকন মিয়া, সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সদস্য ও সমাজকর্মী সাফি, শাপিন, মহিন, হাবিব, জিয়া, রিপন, কাউছার ও তানভীর।

উল্লেখ্য, এ সংগঠনটি এক যুগেরও বেশি সময় ধরে এলাকার গরীবণ্ডঅসহায়দের কল্যাণে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসায় বেশ সুনাম কুড়িয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়