শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০০:০৪

নৌপথে নৃশংস হত্যাকাণ্ড : আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসনীয় ভূমিকা

মো. জাকির হোসেন
নৌপথে নৃশংস হত্যাকাণ্ড : আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসনীয় ভূমিকা
ছবি : সংগৃহীত

চাঁদপুরের মেঘনায় সার বোঝাই কার্গো জাহাজে ঘটে যাওয়া ভয়াবহ সাত খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন আকাশ মন্ডল ওরফে ইরফানকে র‌্যাব-১১- এর সফল অভিযানে বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক চাঞ্চল্যকর ও পৈশাচিক হত্যাকাণ্ডের পর ইরফানের নিখোঁজ থাকা এবং তার চারপাশে গড়ে ওঠা রহস্য দেশব্যাপী ব্যাপক আলোচনার ঝড় তুলেছিলো। তার গ্রেপ্তারের মধ্য দিয়ে এই ঘটনার তদন্ত নতুন মাত্রা পেলো।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন দ্রুত পদক্ষেপ প্রশংসার দাবিদার। বিশেষ করে র‌্যাব-১১ যেভাবে নিরলস প্রচেষ্টা চালিয়ে ইরফানকে খুঁজে বের করেছে, তা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যে এক উজ্জ্বল উদাহরণ। এই গ্রেপ্তার শুধু জনমনে আস্থা ফিরিয়ে আনেনি, বরং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার অঙ্গীকারকেও সুদৃঢ় করেছে।

আমরা আশা করি, শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং নৌ পুলিশের যৌথ তদন্ত কমিটি যথাযথভাবে এই ঘটনার পেছনের কারণ পুরোপুরি উদঘাটন করবে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া দ্রুত ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।

আমাদের অনুরোধ থাকবে, নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদের আর্থিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্যোগ নেবে। নৌযান শ্রমিক ফেডারেশনের ক্ষতিপূরণ ও বিচার দাবির বিষয়টিও যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপে আমরা কৃতজ্ঞ। তবে এই নৃশংস ঘটনার পূর্ণাঙ্গ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা সংক্ষুব্ধ সকল মহল শান্ত থাকতে পারবে না। জনগণের নিরাপত্তা এবং নৌপথের অপরাধ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ ।

সমগ্র জাতি এই ঘটনার ন্যায্য সমাধানের অপেক্ষায় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, তারা যেন সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতা বজায় রাখে। আমাদের বিশ্বাস, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়