প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৭
এইদিনে
২০১২ সালের এইদিনে চাঁদপুর পৌর পাঠাগারে সনাক ও টিআইবি আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।
২০১৩ সালের এইদিনে চাঁদপুরে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নি সংযোগসহ সড়কে ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।
২০১৪ সালের এইদিনে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ ও লিগ্যাল এইড অফিসার মোঃ ইব্রাহীম মিয়ার বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৫ সালের এইদিনে চাঁদপুর শহরের পুরাণ আদালতপাড়া থেকে এক হাজার বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ।
২০১৯ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের ২০২০ সালের কার্যকরী কমিটির সভাপতি দৈনিক চাঁদপুর দর্পণের প্রতিষ্ঠাতা ইকরাম চৌধুরী ও সাধারণ সম্পাদক দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ নির্বাচিত হন।
২০২১ সালের এইদিনে হাজীগঞ্জের ধেররা ও হাজীগঞ্জ বাজারের মাছের আড়ত এলাকা থেকে জেলিযুক্ত ১ হাজার কেজি চিংড়ি জব্দ করে চাঁদপুরের কোস্টগার্ড।
২০২২ সালের এইদিনে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সাবেক আমির ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মোঃ শাহজাহান মিয়াকে চাঁদপুর মডেল থানা পুলিশ আটক করে।
২০২৩ সালের এইদিনে হাজীগঞ্জের মকিমাবাদ গ্রামে গাছ থেকে পড়ে শাহজালাল ভূঁইয়া (৫০) নামে এক দিনমজুর নিহত হয়।