শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে ছাগল ব্যবসায়ীরা
কামরুজ্জামান টুটুল ॥

ম্যাজিস্ট্রেট দেখে পালিয়েছে বাকিলা বাজারের সেই ছাগল ব্যাসায়ীরা। প্রায় শতাধিক ব্যবসায়ী বিক্রির জন্য এদিন বাজারে ছাগল নিয়ে হাজির হন। কঠোর লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমে উঠে ছাগলের হাট। এ সংক্রান্ত একটি সংবাদ দুপুরে চাঁদপুর কণ্ঠের অনলাইনে প্রকাশ হওয়ার পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, হাজীগঞ্জের বাকিলা বাজারে চলমান কঠোর লকডাউনের মধ্যেও জমে উঠে ছাগলের হাট। একই সাথে হাঁসণ্ডমুরগিসহ পুরো বাজার জমে উঠে সোমবার সকাল থেকে। বাজারে আসা অর্ধেক লোকের মুখে মাস্ক নেই, মানা হয়নি স্বাস্থ্যবিধি।

সরজমিনে দেখা যায়, সোমবার ছিলো বাকিলা বাজারের সাপ্তাহিক বাজার। কঠোর লকডাউনের মধ্যে সোমবার দুপুরে মাছ বাজার, তরকারি বাজারের ব্যবসায়ীরা অন্য স্বাভাবিক সময়ের মতো পসরা সাজিয়ে বসে বিকিকিনি করেছে।

বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া চাঁদপুরণ্ডকুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাজার অংশে সড়কের দু’পাশে নারকেল, কাঁঠাল, গাছের চারা, পানণ্ডসুপারি, টেঁটা তৈরির দোকান বসেছে সারি বেঁধে।

সকাল থেকে গরুর বাজার অংশে জাঁকজমকপূর্ণভাবে বসেছে ছাগলসহ হাঁসণ্ডমুরগির বাজার। ছাগল বাজারে ছাগলের বিক্রি চলেছে হরদম। নেই কোনো মাস্ক বা স্বাস্থ্যবিধির নিয়মের তোয়াক্কা। এভাবে বসেছে সোমবার বাকিলা বাজারের সাপ্তাহিক হাট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান, আমরা ছাগলের হাট বন্ধ করে দিয়েছি। বাকিলা বাজারের সাপ্তাহিক হাটবারগুলোতে করোনাকালীন আর গরুণ্ডছাগলের বাজার বসানো যাবে না। এছাড়া মাছ/তরকারি বাজার বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে বসানোর জন্যে ইজারাদার আলহাজ্ব আব্দুল খালেককে নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়