শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০

অ্যাম্বুলেন্সে রোগী নয়, ঢেউটিন পরিবহন!
গোলাম মোস্তফা ॥

মানুষের অসুস্থতায় বা চিকিৎসা সেবার প্রয়োজনে নিয়োজিত পরিবহনের নাম হলো অ্যাম্বুলেন্স। এটি সাধারণত চিকিৎসার কাজে নিয়োজিত থাকার নিয়ম থাকলেও চাঁদপুরে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্সগুলো এবার রোগী পরিবহনে নয় মালামাল সরবরাহে বা পণ্য পরিবহনের কাজে সড়কে ব্যস্ত রয়েছে। চাঁদপুরের বেসরকারি মালিকানার এই অ্যাম্বুলেন্সগুলো নিয়ে বিভিন্ন অপর্কমের অভিযোগ রয়েছে দীর্ঘদিনের।

তেমনি এক অভিযোগের ভিত্তিতে গতকাল ২৭ জুলাই মঙ্গলবার চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডে গিয়ে দেখা যায় উক্ত সড়কের স্বনামধন্য রডণ্ডসিমেন্ট, ঢেউটিন পাইকারী ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠান চলমান কড়া লকডাউনের ঘোষণাকে অমান্য করে তাদের প্রতিষ্ঠানটি খুলে নিশ্চিন্তে ক্রয়ণ্ডবিক্রয় অব্যাহত রেখেছে। উক্ত প্রতিষ্ঠানটি ক্রেতার কাছে বিক্রয়কৃত ঢেউটিন পৌঁছে দেয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে ক্রেতার নির্ধারিত স্থানে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে।

শহরের গুরুত্বপূর্ণ স্থানে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান লক ডাউন চলাকালে প্রশাসনের সাথে লুকোচুরি খেলায় অবতীর্ণ হয়ে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ দেয়া দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ঐ ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান সরকারি আদেশ অমান্য করে নির্বিঘ্নে খোলা রেখে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়টি এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। তাই স্থানীয় ব্যবসায়ীরা উল্লেখিত বিষয়ে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়