মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০

সাংবাদিক শাহাদাত তালুকদারের জীবন আশঙ্কাজনক ॥ দোয়ার আবেদন
অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির তৃণমূল থেকে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ সময়ের ঘনিষ্ঠ সহচর সাংবাদিক নাজমুস সাহাদাতের (শাহাদাত তালুকদার) জীবন সঙ্কটাপন্ন। তিনি বর্তমানে ঢাকা ইউনাইটেড হসপিটালে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নেই বলে জানা গেছে। তিনি সকলের নিকট ক্ষমা ও দোয়া চেয়েছেন।

জানা যায়, শাহাদাত তালুকদার গত ক’বছর যাবত কিডনি, হার্ট ও ডায়াবেটিসের মতো অন্যান্য জটিল রোগ আক্রান্ত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা নিয়ে আসছেন। তিনি উপরোল্লেখিত রোগের পাশাপাশি উচ্চ চাপে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাম চোখের দৃষ্টি শক্তি ইতোমধ্যেই হারিয়ে ফেলেছেন। এখন ডান চোখেও ভালোভাবে দেখতে পান না। পিঠের হাড়েও সমস্যা বিরাজমান। গত ৮ আগস্ট তিনি অনেক বেশি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করান। তিনি বর্তমানে কিডনী বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক মোঃ নুরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শরীরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ সঙ্কটময়।

শাহাদাত তালুকদার একজন শান্ত স্বভাবের লোক হিসেবে চাঁদপুর জেলায় পরিচিত। তিনি কয়েক যুগ ধরে অত্যন্ত সম্মানের সাথে সাংবাদিকতা করে আসছেন। সবসময় লিখেছেন সমাজের অসঙ্গতি নিয়ে। সাংবাদিকতা অঙ্গনসহ জনসাধারণ তাকে বেশ শ্রদ্ধা করতে দেখা গেছে। তিনি দৈনিক চাঁদপুর সময়ের নির্বাহী সম্পাদক, জাতীয় সাপ্তাহিক রূপালী চিত্র পত্রিকার বার্তা সম্পাদক ও স্পুটনিক সায়েন্স ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের নিকট ক্ষমা চেয়েছেন। এছাড়া তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন আল্লাহপাক যেন তাকে সুস্থ করে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়