প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২২
কচুয়ার সন্তান রেজাউল ইসলাম সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ হিসেবে ৪৪ তম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউল ইসলাম। রোববার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
|আরো খবর
বিজেএস নিয়োগ পরীক্ষায় এবার ১০২ জনকে সহকারী জজ মনোনীত করে তালিকা প্রকাশ করা হয়। রেজাউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি কচুয়া উপজেলার খিলমেহের গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক। দুই ভাই ও এক বোনের মধ্যে রেজাউল সবার বড়ো। তার ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ছোট ভাই এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে। রেজাউল ইসলাম বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার মা-বাবা, শিক্ষক, আত্মীয়স্বজনের সমর্থনের ফল। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালনের জন্যে আমি সবার কাছে দোয়া চাই।’ খিলমেহের গ্রামের বাসিন্দা কবির হোসেন বলেন, দারুণ একটি সুসংবাদ পেয়ে আমরা অভিভূত ও অত্যন্ত আনন্দিত। নানা প্রতিবন্ধকতার মধ্যে রেজাউল এমন অভূতপূর্ব ফলাফল করেছে। তার এমন সাফল্যে আমরা গ্রামবাসী অত্যন্ত আনন্দিত।