সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২

পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ

স্টাফ রিপোর্টার
পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ

চাঁদপুর শহরের শতবর্ষী বিদ্যাপীঠ পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষানুরাগী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক পুরাণবাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা এবং পরামর্শমূলক বক্তব্য রাখেন মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া জামে মসজিদের খতিব মাও. ইলিয়াস ফরিদী, এলাকার মুরুব্বি হারুনুর রশিদ, সাংস্কৃতিক সংগঠক শিপন খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য সোলায়মান ঢালী, সংগীতশিল্পী স্বজন সাহা, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাকসুদুল মাওলা, মধুসূদন উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম ইমরান হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং হামদ ও নাত পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়