মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫২

জেলা প্রশাসন ও সনাক চাঁদপুরের আয়োজনে তথ্য মেলার সমাপন

দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ

চাঁদপুর জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সহযোগিতা সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) চাঁদপুর কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সুশাসন নিশ্চিত করা যেমন সরকারি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, তেমনি বিচার বিভাগ, সাংবাদিক, রাজনীতিবিদ এমনকি জনগণেরও সুশাসন নিশ্চিত করা নিজ নিজ দায়িত্ব। তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্যই এই তথ্য মেলার আয়োজন। তথ্যের আদান-প্রদান করা রাষ্ট্র তথা প্রতিষ্ঠানের দায়িত্ব। তথ্যের আদান-প্রদানে বেসরকারি প্রতিষ্ঠানকে কখনো বাদ দেয়া যাবে না। তিনি আরও বলেন, সুশাসনের অন্তরায় হিসেবে অনেকগুলো টুলস্ কাজ করে। আমাদের সংবিধানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদেরও সুশাসন নিশ্চিত করার কথা বলা আছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনগুলোকে এই মেলার সাথে যুক্ত করতে হবে। তিনি তথ্য লুকিয়ে রাখার মানসিকতা পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, শুধুমাত্র তথ্যমেলায় নয়, বছরের ৩৬৪ দিনই জনগণকে তথ্য প্রদানের মানসিকতা থাকতে হবে। তিনি আরও বলেন, কেউ যদি তথ্য চায় সেই তথ্যটি দেয়া যাবে কি যাবে না সেটিও তথ্য গ্রহণকারীকে জানিয়ে দিতে হবে। এমন একটি সুন্দর আয়োজনের জন্য তিনি সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, তথ্য অধিকার আইন শুধুমাত্র জনগণের জন্যই নয়, আমি মনে করি আমরা যারা দেশের জন্য কাজ করি তাদের জন্য এটি একটি বড় শক্তি। তিনি আরও বলেন, তথ্য না জানার কারণে জনগণ অনেক ভোগান্তির শিকার হয়। তথ্য অধিকার আইন বাস্তবায়ন করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন এবং দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সাধারণ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য তথ্য অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন একটি তথ্যমেলা আয়োজন করার জন্য জেলা প্রশাসন ও সনাক-টিআইবিকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সনাক সভাপতি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে তথ্য অধিকার আইনের কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন খুবই গুরুত্বপূর্ণ। তিনি তথ্যমেলায় অংশগ্রহণ করার জন্যে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সনাক-টিআইবির পক্ষ থেকে ধন্যবাদ জানান।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন তথ্য মেলা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য লায়ন মাহমুদ হাসান খান। তথ্য অধিকার আইন বাস্তবায়নে ইয়েস গ্রুপের প্রত্যাশা বিষয়ে বক্তব্য রাখেন ইয়েস সদস্য আবু হানিফ সজিব। এছাড়াও তথ্য মেলায় সনাকের বিশেষ উদ্যোগের আওতায় কিশোর-কিশোরী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুরের উপ-পরিচালক আবুল কাশেম মোহাম্মদ আমিনুল ইসলাম ও মা ও শিশু কল্যাণ কেন্দ্র চাঁদপুরের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. ইশরাত শারমিন লিজা। ইয়েস গ্রুপের বিশেষ উদ্যোগের আওতায় চাঁদপুরের বিভিন্ন চিত্র সংগঠন ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতা, কমিউনিটি মবিলাইজেশনের আওতায় চাঁদপুরের তরুণ ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে 'নতুন বাংলাদেশ : স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন আলোকিত প্রজন্ম চাঁদপুরের সভাপতি আবরার ইসলাম আরিয়ান, প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান, বদলাও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মাহামুদা আক্তার, তারুণ্যের অগ্রদূতের সভাপতি জাহিদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক অঙ্গন চক্রবর্তী, ভিবিডির কোষাধ্যক্ষ অমিত ঘোষ, লিও ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার, সিসিডিএফ-এর সাধারণ সম্পাদক সাহাজিয়া সেতু ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুস্মিতা দাস, ইয়েস গ্রুপের সদস্য খায়রুল আলম জনি ও মৈশাদী ইউনিয়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী। আলোচনা করেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন ও সদস্য রফিক আহমেদ মিন্টু।

সনাক সদস্য হাবীবুর রহমান পাটওয়ারীরর সঞ্চালনায় গণশুনানি কর্মসূচির আওতায় সরকারি পরিষেবা বিষয়ক গণশুনানিতে অংশগ্রহণ করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম শরীফ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালেহ উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাছিমা আক্তার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশন চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজগর আলী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চাঁদপুরের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) চাঁদপুর সদর আল ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী।

মেলায় ইয়েস গ্রুপের বিশেষ উদ্যোগের আওতায় দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের ৩টি কলেজ ও ৭টি স্কুল অংশগ্রহণ করে। এছাড়াও দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর ও দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া ইয়েস গ্রুপের পরিবেশনায় দুর্নীতি বিরোধী জারিগান অনুষ্ঠিত হয়। মেলার সমাপনী পর্বে একটি মনোজ্ঞ গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে তথ্য মেলার সফল সমাপ্তি হয়। দিনব্যাপী এ তথ্য মেলায় চাঁদপুরের সরকারি-বেসরকারি সেবাদানকারী ৩৩টি প্রতিষ্ঠান তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী জনগণকে তথ্য প্রাপ্তির কৌশল সম্পর্কে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে। মেলায় আগত দর্শনার্থীদের সরকারি বেসরকারি কোন কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে তথ্য পেতে পারেন সেজন্য তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ সম্পর্কে ধারনা প্রদান করা হয়। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সকাল ৯টায় শুরু হয়ে সারাদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেলা শেষ হয় রাত ১০টায়। এবারের মেলায় ৩৩টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়ে তথ্যসেবা প্রদান করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়