মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০০:০০

অপেক্ষার যন্ত্রণায় ভোগার পর সফল তথ্য মেলা

অনলাইন ডেস্ক
অপেক্ষার যন্ত্রণায় ভোগার পর সফল তথ্য মেলা

দেশে-বিদেশের নানা স্থানে কতো মেলাই না হয়। এই মেলাগুলোতে আছে নানা বৈচিত্র্য। দিন যতো যাচ্ছে, মেলার সংখ্যা ততো বাড়ছে এবং বৈচিত্র্যও বাড়ছে। ২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হবার পর সারাদেশে একটি মেলা আয়োজনের প্রবণতা বেড়েছে বলে লক্ষ্য করা যাচ্ছে। সেই মেলাটি হচ্ছে তথ্য মেলা। এই মেলার প্রধান উদ্যোক্তা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় দেশের বিভিন্ন স্থানে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নামের অভিজাত সংগঠন। এ সংগঠনটি তথ্য কমিশনের চিঠির আলোকে জেলা-উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে তথ্য মেলা আয়োজন করে থাকে। এই মেলা হচ্ছে সনাকের বার্ষিক কর্মসূচি অনুযায়ী সবচে’ ব্যয়বহুল ও বড়ো ইভেন্ট।

সারাদেশের বিভিন্ন সনাক তথ্য মেলা আয়োজন করতে পারলেও চাঁদপুর সনাক সেটি আয়োজনে বার বার হোঁচট খাচ্ছিল। ২০২৩ সালের শেষ দিকে কিংবা ২০২৪ সালের শুরুতে শীত মৌসুমে চাঁদপুরে এই তথ্য মেলা আয়োজনের সিদ্ধান্ত হলেও রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় সংসদ নির্বাচনের কারণে সেটি করা যায় নি। নূতন সরকার গঠনের পর একের পর এক তারিখ পরিবর্তনক্রমে চাঁদপুরে এই তথ্য মেলা ২৪ এপ্রিল ২০২৪ তারিখে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু তীব্র দাবদাহের কারণে সেটি পরিবর্তন করতে হয়। নূতন তারিখ হয় ২৭মে। কিন্তু ২৫মে ঘূর্ণিঝড় রেমালের কারণে সকল প্রস্তুতি সম্পন্ন করার পরও থেমে যেতে হয়। কাছাকাছি তারিখ দেয়া হয় ২৮মে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব না কাটায় নূতন তারিখ হয় ৩ জুন সোমবার। অবশেষে সকল অপেক্ষার যন্ত্রণা সহ্য করে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত বহুবিধ কর্মসূচিতে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এই মেলা। প্রখর রৌদ্রতাপে সকালে মেলাটি শুরু হলেও দুপুরের কিছু পর থেকে মেঘলা আকাশ এবং বৃষ্টি বর্ষণের মধ্য দিয়ে শীতল আবহাওয়ায় সম্পন্ন হয় মেলাটি।

তথ্য মেলাটিকে অংশগ্রহণমূলক, উপভোগ্য ও কার্যকারিতায় পর্যবসিত করার জন্যে জেলা প্রশাসন ও সনাকের আন্তরিকতা ছিলো আত্যন্তিক। এতোদিন যারা জানতো কেবল জ্ঞানই শক্তি, এই তথ্য মেলায় অংশ নিয়ে তারা অবশ্যই অনুধাবন করতে শিখেছে গোপনীয়তাই পাপ এবং তথ্যই শক্তি। আমরা চাঁদপুরের তথ্য মেলার এ বছরের সাফল্যে উজ্জীবিত হয়ে আয়োজকরা আগামীতে যাতে আরো ভালোভাবে তথ্য মেলা আয়োজন করতে পারে-তাদের নিকট সে প্রত্যাশা ব্যক্ত করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়