সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর হুঁশিয়ারি

অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ঘুম হারাম করে দেব

মো. জাকির হোসেন
অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ঘুম হারাম করে দেব
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,ছবি সংগৃহীত।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী—বিশেষত আওয়ামী লীগের দোসরদের—বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, "যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। তাদের জন্য কোথাও স্থান থাকবে না।"

আজ রাতে (২৩ ফেব্রুয়ারি) বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে আমরা টহল কার্যক্রম আরও জোরদার করব। সন্ত্রাসীদের কোথাও বসতে বা দাঁড়াতে দেব না।"

আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ

উপদেষ্টা আরও বলেন, "আগামীকাল (সোমবার) থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। যেখানেই অপরাধ ঘটবে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।" তিনি নিশ্চিত করেছেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, "আওয়ামী লীগের দোসররা প্রচুর টাকা খরচ করছে, কিন্তু তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমি বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছি, তারা পরিস্থিতি মোকাবেলায় আরও সজাগ থাকবে।"

স্বরাষ্ট্র উপদেষ্টার দৃঢ় সংকল্প

এ ধরনের পদক্ষেপের মাধ্যমে, সরকার আশা করছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে, পরিস্থিতি দ্রুত ভালোর দিকে যাবে।

এছাড়া, তার শাসনামলে আইন-শৃঙ্খলা বাহিনী আরো একতাবদ্ধভাবে কাজ করবে, এবং সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবিচলভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়