সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে রাতের অন্ধকারে হাসনাত আব্দুল্লাহ

গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর রহস্যময় উপস্থিতি

প্রতিবেদন: মো. জাকির হোসেন
গভীর রাতে হাসনাত আব্দুল্লাহর রহস্যময়  উপস্থিতি
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে রাতের অন্ধকারে হাসনাত আব্দুল্লাহ।ছবি সংগৃহীত

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে, রাজনৈতিক অঙ্গনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের সামনে। এই মুহূর্তে তার উপস্থিতি দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দেয়।

তবে, হাসনাত আব্দুল্লাহ তার উপস্থিতির পর সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য দেননি, যদিও তিনি বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন। উপস্থিত সাংবাদিকরা লাইভ সম্প্রচার শুরু করায়, হাসনাত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। যদিও তিনি উপদেষ্টার বাসভবনের ফটকের কাছে দাঁড়িয়ে ছিলেন, তবে তাকে বাসভবনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি।

এদিকে, ওই সময়ই স্বরাষ্ট্র উপদেষ্টা জরুরি সংবাদ সম্মেলন ডেকে দেশব্যাপী অপরাধ বৃদ্ধির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ তাদের পাচার হওয়া অর্থ দিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব এবং তাদের এই কর্মকাণ্ডে আরেকটি রাতও নিরাপদে কাটতে দেব না।"

এতে পরবর্তী সময়ে রাজনৈতিক নেতাদের মধ্যে নতুন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ও বর্তমান সরকারের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। হাসনাত আব্দুল্লাহর অপ্রত্যাশিত উপস্থিতি এবং তার নিঃশব্দ আচরণ এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়