প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৫
চাঁদপুরে সর্বস্তরের শিক্ষার্থীদের মানববন্ধন

নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের বিচার নিশ্চিতের দাবিতে দেশের বিভিন্ন জায়গার ন্যায় চাঁদপুর শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে সর্বস্তরের ছাত্র-জনতা ও সংগ্রামী নারী সমাজের ব্যানারে এ মানববন্ধন ও মিছিল করা হয়।
চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ এবং অনিরাপত্তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।