সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযান

১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কামরুজ্জামান টুটুল
১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ১৫ কেজি গাঁজাসহ মো. আল-আমিন (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ ফেব্রুয়ারী ২০২৫) ভোররাতে তাকে হাজীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের বকুলতলা এলাকা থেকে আটক করা হয়।

অভিযানে একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। মো. আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কাদুটি বাজার এলাকার বামুন্ডা মিস্ত্রি বাড়ির ওসমানের ছেলে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ধেররাস্থ বকুলতলা সড়ক এলাকায় মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল। এ সময় ধেররা নদী দাশ বাড়ি সংলগ্ন স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করে ১৫ কেজি ৫শ' গ্রাম গাঁজা জব্দ এবং মো. আল-আমিন নামের এক তরুণকে আটকসহ সিএনজি অটোরিকশাটিকে জব্দ করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থাগ্রহণের জন্যে উদ্ধারকৃত সামগ্রী ও আটককৃত আল-আমিনকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়