সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২২, ০০:০০

ছেংগারচর পৌর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা
মাহবুব আলম লাভলু ॥

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য দুইবারের সাবেক সফল মন্ত্রী চাঁদপুরের কৃতী সন্তান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহীর উদ্যোগে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ছেংগারচর পৌরসভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির যুগ্মণ্ডআহ্বায়ক মোখলেছুর রহমান মাস্টার, সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শামীম প্রধান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর কৃষক লীগের সভাপতি আঃ কাদির প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলম প্রধান, মুক্তিযোদ্ধা নূরুল হক ঢালী, পৌর যুবলীগ নেতা মোঃ কামাল হোসেন, ইসমাইল, বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু প্রমুখ।

শোক দিবসের প্রস্ততি ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপজেলার ছেংগারচর পৌরসভায় যথাযথভাবে পালন করতে হবে।

প্রতিটি ওয়ার্ডে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হবে-এতে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহীর উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়নে ও ছেংগারচর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পালন করতে সকল ধরনের প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়