মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে রক্তযোদ্ধা সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
শামীম হাসান ॥

ফরিদগঞ্জে রক্তযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হয়েছে।

৭ আগস্ট শনিবার ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার সম্মুখে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচতে পারে একটি প্রাণ’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি বছরের ১৯ জুন প্রতিষ্ঠিত হবার পর থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে উপজলার বিভিন্ন অঞ্চলের অসুস্থ মানুষের জন্যে রক্ত সংগ্রহের কাজ করে আসছে।

সংগঠনের মডারেটর মেহেদী হাসান চাঁদপুর কণ্ঠের এই প্রতিনিধিকে জানান, মানবতার কল্যাণে কাজ করার দৃঢ়তায় সমাজের মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমরা ক’জন একত্রিত হই। সংগঠনটি হওয়ার পর এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্যে রক্ত সংগ্রহের কাজ করে যাচ্ছি আমরা এক ঝাঁক স্বেচ্ছাসেবী। নিয়মিত রক্ত সংগ্রহের কাজ করা ছাড়া এই প্রথমবারের মতো মানুষ যেন নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন, বিপদের মুহূর্তে রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারেন, সেজন্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন করেছি। আমাদের পরিকল্পনা আছে, পরবর্তীতে যেসব সুবিধাবঞ্চিত মানুষদের নির্দিষ্ট ফি দিয়ে ডাক্তার দেখানো সম্ভব হয় না, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প করার। সর্বোপরি আমাদের সংগঠনের সদস্যরা মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়