মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর লেখক পরিষদের সাহিত্যপাঠ ও আলোচনা
প্রেস বিজ্ঞপ্তি ॥

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে সাহিত্যপাঠ ও আলোচনা সভা চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে ৮ আগস্ট বিকেল ৫টায় পুরাণবাজারস্থ উদয়ন সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীত শিল্পী ও চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা রফিক আহম্মেদ মিন্টু। আলোচনা করেন চাঁদপুর লেখক পরিষদের উপদেষ্টা অধ্যাপক দুলাল চন্দ্র দাস, অধ্যাপক গোলাম মোস্তফা ও নজরুল গবেষণা পরিষদ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক আবদুল গনি। আবৃত্তি করেন চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার, আবৃত্তি সম্পাদক দীপান্বিতা দাস, আবৃত্তি শিল্পী আবু বকর সিদ্দিক।

সঙ্গীত পরিবেশন করেন রফিক আহম্মেদ মিন্টু ও সঙ্গীত শিল্পী স্বজন সাহা। উপস্থিত ছিলেন চাঁদপুর লেখক পরিষদের দপ্তর সম্পাদক রাজিব মুহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদার।

২০০৭ সালের ২৪ অক্টোবর চাঁদপুর লেখক পরিষদ জীবনানন্দ স্মরণে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে উদয়ন সঙ্গীত বিদ্যালয় প্রাঙ্গণে। সেদিন উদ্বোধনকালে দারুচিনির চারাগাছ রোপণ করা হয়। সেদিনের অনুষ্ঠানের ঐতিহ্য ধরে রাখতে দারুচিনি গাছের নিচে উক্ত অনুষ্ঠানটি হয়ে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়