প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকার ডাকাতিয়া নদীতে নোঙ্গর করা বাল্কহেডের কেবিন থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। আটক জুয়াড়িদের টাকার বিনিময়ে তাস খেলার অভিযোগে জুয়া আইনে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গত ৫ আগস্ট শুক্রবার রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ পরিদর্শক মোঃ কামরুজ্জামানের নির্দেশে এসআই রেদোয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে ডাকাতিয়া নদীতে নোঙ্গর করা এমভি হাজী হান্নান নামক বাল্কহেডের কেবিনে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮জুয়াড়িকে আটক করেন। আটককৃতরা হলেন : মোঃ আঃ মালেক (৩২), মোঃ মিজানুর রহমান (৪৫), মোঃ সাঈদ গাজী (৪০), মোঃ আঃ খালেক (৪৩), মোঃ ওমর ফারুক (৩৫), মোঃ বাচ্চু ভূঁইয়া (৪৫), মোঃ বাবুল (৫০) ও মোঃ বাবুল খান (৩৬)। ১৮৬৭-এর ৪ ধারায় অপরাধ করায় আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।