প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০০:০০
সফিক জমাদার শারীরিক প্রতিবন্ধী, আর স্ত্রী ফুলবানু দৃষ্টি প্রতিবন্ধী। ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা এরা। দুজনেই এবাড়ি ওবাড়ি ভিক্ষা করে জীবন চালায়। এমন অবস্থায় সফিক জমাদারের প্রভাবশালী ভাই রফিক জমাদার ওই ভিক্ষুক পরিবারকে বসতভিটি থেকে উচ্ছেদের পাঁয়তারা হিসেবে প্রথমে তাদের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করেই ক্ষান্ত হয়নি, এখন সফিক জমাদার ও তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ বিষয়ে বিচার চেয়ে এখন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন অসহায় সফিক জমাদার ও তার স্ত্রী।
ইতিপূর্বে রফিক জমাদার তার হতদরিদ্র ভাইয়ের জরাজীর্ণ বসতঘর ভাংচুরও করেছিল। এসব নিয়ে প্রতিকার চেয়ে সফিক জমাদার নিরূপায় হয়ে চাঁদপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পুটিয়া গ্রামের মনজুল হক জমাদারের দুই ছেলে রফিক জমাদার ও সফিক জমাদারের সাথে বসতবাড়ির ভোগদখল নিয়ে বিরোধ চলে আসছে। দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই সফিক জমাদার শারীরিক প্রতিবন্ধী। ভিক্ষা করে সংসার চলে সফিক জমাদারের। বিষয়টি নিয়ে ওই বাড়ির লোকজনও প্রভাবশালী রফিক জমাদারের বিরুদ্ধে নানা বক্তব্য দিচ্ছে।
এ নিয়ে রফিক জমাদার বলেন, আমার অসহায় ভাই সফিককে নিয়েই আমি পাকা ভবনে থাকার উদ্দেশ্য তার কিছু জায়গা নিয়ে আমাদের পৈত্রিক জায়গায় পাকা ভবনটি করেছি। কিন্তু এলাকার কিছু লোকের কুপরামর্শে আমার ভাই তা না মেনে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। তবে সফিক জমাদার বলছে, আমি পাকা ভবনে থাকতে চাই না। আমার জায়গা বুঝে নিয়ে আমার ভাঙ্গা ঘরেই থাকতে চাই।
সরজমিনে গিয়ে দেখা যায়, ভিক্ষুক সফিক জমাদারের জরাজীর্ণ বসতঘরের পাশেই রফিক জমাদার একটি পাকা ভবন নির্মাণ করেছে। সফিক জমাদারের বসতঘরের পাশেই থাকা তার জায়গা দখল করে রফিক জমাদার প্রভাব খাটিয়ে পাকা ভবন করেছে বলে ভিক্ষুক সফিক জমাদার কান্নাকাটি করে জানিয়েছেন। এদিকে অসহায় ওই ভিক্ষুক পরিবারের নেই কোনো সন্তান। এমতবস্থায় সফিক জমাদার তার দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী ফুলবানুকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন-যাপন করছেন।
এ বিষয়ে অভিযোগ পেয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেনের নির্দেশে এসআই নাছির ঘটনাস্থলে যান। এক পর্যায়ে দুই ভাইয়ের বিরোধ মীমাংসা করে দেয়ার জন্যে ওই এলাকার সাবেক মেম্বার মিলন ভূঁইয়া উদ্যোগ নেন। কিন্তু দীর্ঘদিনেও দুই ভাইয়ের বিরোধ মীমাংসা না হওয়ায় এবার সফিক জমাদারের দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী ফুলবানু জেলা পুলিশ সুপারের কাছে আবারো রফিক জমাদারসহ ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।