প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ রোটারী ক্লাব গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) রাতে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এ মতবিনিময় সভায় চাঁদপুর রোটারী ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট রোটাঃ খোরশেদ আলম কাঞ্চনের সভাপ্রধানে বক্তব্য রাখেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোটাঃ প্রফেসর জাকির হোসেন, রোটাঃ অ্যাডঃ সাইয়্যেদুল ইসলাম বাবু, অ্যাডঃ মাহবুব আলম, হাজী কামরুল হাসান সাউদ, সাবেক জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিঠু, সাইফুল ইসলাম রিপন, আহসান হাবিব মামুন, পৌর কাউন্সিলর জাহিদ হোসেন, প্রবীর চক্রবর্তী, আকবর হোসেন মনির, অধ্যক্ষ মাওঃ মিজানুর রহমান খন্দকার প্রমুখ।
বক্তারা ফরিদগঞ্জ রোটারী ক্লাব গঠনের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন কল্যাণমূলক কাজ এগিয়ে নেয়ার জন্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।