প্রকাশ : ০৯ জুলাই ২০২২, ০০:০০
মতলব উত্তর উপজেলা যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৬ জুলাই সকালে ছেঙ্গারচর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালির মধ্য দিয়ে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রেণু বেগমের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আকলিমা বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার। আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুননেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, মহিলা নেত্রী আকলিমা আক্তার, শিলা আক্তার, লাকী আক্তার, আছমা আক্তার খুকি প্রমুখ।
আলোচনা শেষে র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। পরে কেক কাটা হয়েছে।
উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, সাবেক ছাত্রলীগ নেতা আল মাহমুদ টিটু, যুবলীগ নেতা শামীম প্রধান, সোহেল, ছাত্রলীগ নেতা আরমানসহ নেতা-কর্মীরা।